শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ছাতক থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান এবং পরিচালনা করেন ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।
এতে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষক দোলন তরফদার, শ্রীশ্রী মহাপ্রভু আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দার, সুশীল সমাজের প্রতিনিধি মহন্ত রায়, মহাপ্রভু আখড়া মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চম্পু দত্ত, পূজা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রবীন্দ্র কুমার দাস এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাসসহ ছাতক থানা এলাকায় অবস্থিত সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বহু সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
সভায় ওসি শফিকুল ইসলাম খান তাঁর সমাপনী বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক অবস্থানে থেকে সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, “পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ছাতক থানা পুলিশকে অবহিত করার অনুরোধ জানাই।”
সবশেষে তিনি ছাতকের সকল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করুন।”





