সিলেটের আম্বরখানার পয়েন্ট ভিউ শপিং সেন্টারে ব্যবসায়ীদের আলোচনা সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বাদ যোহর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাজী দিলাল মিয়া এবং পরিচালনা করেন মুফতি সিরাজুল ইসলাম। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ মাওলানা জিয়াউর রহমান।
সভায় ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার আব্দুল মুহিতকে সভাপতি ও রাহেল আহমদকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নির্বাচিত অন্যরা হলেন— যুগ্ম সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ, অর্থ সম্পাদক মুফতি খলিলুর রহমান মাসুম, প্রচার সম্পাদক এইচ. এম. জিয়াউর রহমান এবং দপ্তর সম্পাদক আহমেদ রুমান বাপ্পী।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন আব্দুস শহিদ, ডা. শফিকুর রহমান, হাজী দিলাল মিয়া, খালেদ আহমদ ও আম্বরখানা বাজার কমিটি প্রতিনিধি।
এছাড়া সহসভাপতি আব্দুল হক ও আব্দুল মানিক, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন এবং নির্বাহী সদস্য হিসেবে জামিল আহমদ, মাহবুব আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাহফুজুর রহমান মাহিন, মনির আহমদ, মিনহাজ আহমদ, আব্দুল্লাহ আল-মামুন ও শ্যামল আহমদ দায়িত্ব পেয়েছেন।
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের ঐক্য ও উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





