সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের জাদুকাটা নদীর বালি মহাল ইজারা বাতিল এবং নদীটিকে পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ‘জাদুকাটা নদী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে বিভাগীয় শহর সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলামিস্ট গোলাম সারওয়ার। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি উচ্চ আদালতের রায়ের পরও ইজারা শর্ত ভঙ্গ করে সুনামগঞ্জ জেলা বালি মহাল ব্যবস্থাপনা কমিটি ও তাহিরপুর উপজেলা প্রশাসনের মদদে ইজারাদারগোষ্ঠী জাদুকাটা নদী থেকে যান্ত্রিক পদ্ধতিতে বালি উত্তোলন করছে। বন্দুকধারী ও দেশীয় অস্ত্রসজ্জিত লাঠিয়াল বাহিনীর প্রহরায় চলছে বালি লুটের মহোৎসব।
বক্তারা অভিযোগ করেন, জাদুকাটা-১ ও জাদুকাটা-২ নামের দুটি মহাল ইজারা নিয়ে ইজারাদাররা পুরো জাদুকাটা ও পাটলাই নদীর উৎসমুখে শ্রমিকদের দোহাই দিয়ে প্রতিনিয়ত ইজারার শর্ত ভঙ্গ করছে। সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক যন্ত্রে উত্তোলনের নামে শত শত কোটি টাকার খনিজ বালি লুট চলছে।
এছাড়া জেলা বালি মহাল ব্যবস্থাপনা কমিটি রয়্যালটির হার নির্ধারণ না করায় ইজারাদাররা ব্যবসায়ী ও শ্রমিকদের কাছ থেকে ঘনফুটপ্রতি বালির রয়্যালটি ও টোলের নামে অবৈধভাবে ২৫ টাকা পর্যন্ত আদায় করছে বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, জাদুকাটা বালি মহালে নৈরাজ্য, লুটতরাজ ও অব্যবস্থাপনার দায় থেকে প্রশাসন মুখ ফিরিয়ে আছে। এর ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশ-বিদেশে।
সভাপতির বক্তব্যে গোলাম সারওয়ার বলেন,
আমরা ইজারাদার বা শ্রমিক কারও বিপক্ষে নই; আমরা সিস্টেমের বিপক্ষে দাঁড়িয়েছি। সরকার সামান্য রাজস্ব পেলেও এর বিনিময়ে নদী, পরিবেশ ও জনজীবন ধ্বংস হচ্ছে। জাদুকাটা নদীর দুই তীরের ২০টি গ্রাম, বিজিবি ক্যাম্প, বিদ্যালয়, সেতু, ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়ক আজ ভাঙনের হুমকিতে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন,
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সুনামগঞ্জ সমিতি সিলেটের সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ দিদার চৌধুরী, বাপা সিলেট জেলার কোষাধ্যক্ষ জাফসার সাদেক শাকিল, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের সভাপতি সেলিনা চৌধুরী, পরিবেশ ও মানবাধিকার কর্মী সাংবাদিক সারোয়ার জাহান, পিযুষ পুরকায়স্থ টিটু, কাসমির রেজা, আসাদ জাহান, মুজিবুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও ইংরেজি দৈনিক দ্য কান্ট্রি টুডে-এর সিলেট ব্যুরো চিফ হাবিব সরোয়ার আজাদ, সাংবাদিক রায়হান উদ্দিন, ছড়াকার কবির আশরাফ, ইঞ্জিনিয়ার আকাঈদ হোসেন, ছদরুল হাসান, নাবিদ হাসান প্রমুখ।
মানববন্ধনে জাদুকাটা নদীতীরবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন, সুনামগঞ্জ-সিলেটের নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত থেকে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।