সুনামগঞ্জের ছাতক থানায় যোগদানের পর থেকেই থানা প্রাঙ্গণকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলতে একের পর এক উদ্যোগ গ্রহণ করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান। তাঁর নিজস্ব চিন্তাধারা ও নেতৃত্বে ছাতক থানায় এখন তৈরি হয়েছে এক সবুজ ও সুন্দর পরিবেশ।
থানার আঙ্গিনায় সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে তিনি বিভিন্ন ফলের গাছ, ঔষধি গাছ ও ফুলের চারা রোপণ করেছেন। এতে থানার পরিবেশ এখন মনোরম ও প্রাণবন্ত রূপ ধারণ করেছে। শুধু গাছ লাগানোই নয়, থানার পুকুরে মাছ চাষ করে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন দায়িত্বের বাইরে সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার এক সুন্দর দৃষ্টান্ত হিসেবে।
এছাড়া থানা ভবনের রঙ (প্রিন্টিং) কাজ করে পুরো ভবনকে আরও আকর্ষণীয় করে তুলেছেন তিনি। তাঁর এসব উদ্যোগে থানার কর্মকর্তা-কর্মচারীসহ আগত সেবাপ্রার্থীরাও প্রশংসা করছেন।
স্থানীয়রা জানান, ওসি সফিকুল ইসলাম খান যোগদানের পর থানায় শৃঙ্খলা ও সৌন্দর্য দুটোই বেড়েছে। বর্তমানে ছাতক থানা শুধু আইন-শৃঙ্খলা রক্ষার কেন্দ্র নয়, বরং একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত প্রতিষ্ঠানের দৃষ্টান্ত হিসেবে পরিচিতি পেয়েছে।
পরিবেশবান্ধব এই উদ্যোগে থানার কর্মচারী ও স্থানীয় জনগণও উৎসাহিত হচ্ছেন নিজেদের কর্মক্ষেত্র ও আশপাশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার জন্য।