তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রবি মৌসুমের ফসল ঋণ বিতরণের উদ্বোধন উপলক্ষে একটি ঋণ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাটি কৃষি খাতে ঋণ বিতরণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। কৃষি ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ১৫ অক্টোবর বুধবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে মৌসুমের ফসল ঋণ বিতরণ কার্যক্রম ও মেলার উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল মো: মহিউদ্দিন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল করিম বকুল, কৃষি ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক পিযুষ দেবনাথ, কর্মকর্তা জহিরুল ইসলাম, গোলাম রসুল, রনবীর সরকার, আনারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মেলায় ১৪ জন উপকারভোগী গ্রাহকদের মধ্যে মোট ১৬ লক্ষ ৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।





