ছাতক বিদ্যুৎ অফিসে নামধারী কর্মচারী মোঃ আলী হোসেন কর্তৃক এলাকার সাধারণ মানুষের সাথে বিদ্যুৎ অফিসের কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে মিথ্যা মামলা, ভূয়া বিল ও মিটার বদলানোর নামে বিভিন্ন ভাবে সাধারণ গ্রাহকদের কে হয়রানি করার প্রতিবাদে পৌরসভার চরেরবন্দ গ্রাম বাসীর ব্যানারে বিশিষ্ট মুরব্বি ছাতক পৌর বিএনপির সদস্য মোঃ আকিল আলীর সভাপতিত্বে ১৯ অক্টোবর রোববার সকাল ১১টায় চরেরবন্দ শাহী জামে মসজিদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সাবেক কাউন্সিলর মোঃ মাসুক মিয়া, পৌর বিএনপির সদস্য কবিরুল হাসান আঙ্গুর, মসজিদ কমিটির সভাপতি হাজী আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা আব্দুল হক,
মুরব্বি মোঃ আজাদ মিয়া, জামায়াত নেতা মোঃ হানিফ আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান
ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ লালুশাহ, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন, ব্যবসায়ী মোঃ মামুন মিয়া, ফয়সাল তালুকদার, মোঃ বাবুল মিয়া, ছাতক ফারিয়ার সভাপতি মোঃ মানিক মিয়া সহ অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা
আলী হোসেন কে বহিষ্কার করা সহ তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্হা নেওয়ার জোর জানান। পরে বিদ্যুৎ বিভাগ ছাতক বিউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মজিদের হাতে বিদ্যুৎ অফিসের অবৈধ কর্মচারী আলীর বিরুদ্ধে অফিসিয়ালি অভিযোগ দাখিল করেন সাবেক পৌর কাউন্সিলর মোঃ মাসুক মিয়া।





