টেলিযোগাযোগ সূত্রগুলো বলছেম সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক রবিবার (৪ আগস্ট) বলেছেন, ‘সরকার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশ দিলেও ব্রডব্যান্ড ইন্টারনেট আপাতত এ নির্দেশের বাইরে থাকবে।’
এদিকে, সারাদেশের মানুষ মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঢুকতে পারছেন না।
টেলিযোগাযোগ সূত্রগুলো বলছেম সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে।
তবে বিষয়টি সম্পর্কে অবগত অন্য একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই একই সংস্থা মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সহ মেটার মালিকানাধীন সব সোশ্যাল মিডিয়া সাইট বন্ধ করতে বলেছে।
এর আগে গত ১৭ জুলাই রাতে সরকার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এবং ১৮ জুলাই রাত ৯টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের প্রচণ্ড চাপের মুখে সরকার গত ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এবং ২৮ জুলাই বিকালে মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু করে।