এমপক্স বা মাঙ্কি পক্সের নতুন ভ্যারিয়েন্ট ‘ক্লেড ১বি’-এর সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। দক্ষিণের রাজ্য কেরালার মলপ্পুরমে গত সপ্তাহে এক রোগীর শরীরে এমপক্সের এই সংক্রমণ ধরা পড়েছে। এমপক্সের এই উপরূপে প্রথম কেউ আক্রান্ত হলেন দেশটিতে।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন। এরপরই তার দেহে এমপক্সের উপসর্গ দেখা দেয়। আপাতত তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ঘটনার পর রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএ)। গত মাসেই ‘ক্লেড ১’ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আক্রান্ত ব্যক্তিটির পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করছে চিকিৎসকরা। দুবাই ফেরত প্লেনে তার সঙ্গে ভ্রমণ করা সকল সহযাত্রী ও ক্রুদের ওপরও জরুরি পর্যবেক্ষণ চলছে।
এমপক্সের সংক্রমণের হিসাবে অবশ্য কেরালাতে এই রোগী দ্বিতীয় আক্রান্ত। চলতি মাসের শুরুতে উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হন এক ব্যক্তি। তিনি ক্লেড ২ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে এই ভাইরাসের (ক্লেড ১) ভ্যারিয়েন্ট বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি আগের ভ্যারিয়েন্টের চেয়ে আরও গুরুতর বলে ধারণা করা হচ্ছে। এটি ত্বকের সংস্পর্শ থেকে ছড়িয়ে পড়তে পারে।