জৈন্তাপুর শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের গণকবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০ টায় জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগুল ইউনিয়নের অন্তর্ভুক্ত কহাইগড় শহীদ বীরমুক্তিযোদ্ধাগণের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে শহীদ বীরমুক্তিযোদ্ধা গনকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শ্রদ্ধা নিবেদনে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা রেজাউল আলম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা ও সদস্যগণ,উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ শাহ্জাহান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) শাহীন আলম, স্হানীয় ইউপি সদস্য শরীফুল ইসলাম ও সেলাল আহমেদ।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নোমান আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, সিনিয়র সদস্য সচিব সোহেল রিমন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, সদস্য নাদিম আহমদ, চিকনাগুল ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি ইফতেখার আহমদ, সদস্য সচিব শাকিল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, সিনিয়র সহ সভাপতি ইমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লায়েক,সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য মানিক আহমদ ও নিশান।
এ ছাড়াও শাহজালাল (রহ:) ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাহ্ মোহাম্মদ কিবরিয়া,সাবেক সহ সভাপতি পাপ্পু আহমেদ, সদস্য শফিউল ইসলাম, ইকরাম আহমেদ, সোহেল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।