স্টাফ রির্পোটার, ছাতকঃ দেশের বন্যাকবলিত এলাকার শিশুদের জন্য উপহার হিসেবে সরকারী ত্রান তহবিলে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে ছাতক কনকচাঁপা খেলাঘরের শিশুরা। শিশুদের সঞ্চিত অর্থ একত্রিত করা একটি ছোট্ট ফান্ড মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাহী কর্মকর্তার দায়িত্বে সহকারী কমিশনার(ভুমি) আবু নাসেরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় খেলাঘর আসরের সাধারন সম্পাদক বিজয় রায়, সংগীত শিক্ষক অজিত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, অভিবাবক নন্দন চৌধুরী সহ খেলাঘর আসরের শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।