শারদীয় দুর্গাপূজার ৬ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে বন্দরটির আমদানি-রপ্তানি সচল হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।
তিনি জানান, দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে সচল হয়েছে। সকাল থেকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তবে পূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, দুর্গাপূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।