সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালীবাড়ি নিবাসী বিশিষ্ট সাংবাদিক, ছাতক খেলাঘর আসরের সাধারণ সম্পাদক, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায় আজ (২২-১০-২০২৬) দুপুরে পরলোক গমন করেছেন। দুপুর আনুমানিক ২/৩ টার দিকে তিনি নিজ বাসার সামনে হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যান। দ্রুত তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক বিজয় রায়ের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ছাতকসহ আশপাশের এলাকার মানুষের মাঝে তিনি একজন নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।
বিজয় রায়ের মৃত্যুতে সিলেট২৪লাইভ এর প্রকাশক মাহমুদুল করিম নেওয়াজ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, “সাংবাদিক বিজয় রায়ের মৃত্যুতে আমরা একজন প্রতিভাবান ও নিষ্ঠাবান সাংবাদিককে হারালাম। তার অবদান আমাদের সবার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।”
উল্লেখ্য, বিজয় রায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি তার লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও অসংগতি তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।