বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবির) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) রোববার (২৭ অক্টোবর) ও আজ মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৭৩ লাখ টাকার মদ ও চোরাই পন্য জব্দ করে।
জব্দ করা পন্যের মধ্যে রয়েছে ভারতীয় ২১০ বোতল অলিভ ওয়েল, ১০৮২ পিস সাবান, ১৬২ পিস মেহেদি, ৯৬ বোতল ফেন্সিডিল, ৩৩৭ বোতল মদ এবং বাংলাদেশী ৭৬৮৮ কেজি রসুন, ০১টি ট্রলি, অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১১টি নৌকাসহ বিবিধ চোরাইপণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৭২,৪৭,৯১০/- (বাহাত্তর লাখ সাতচল্লিশ হাজার নয়শত দশ) টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করছে।
আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।