ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাউয়াবাজার ইউনিয়ন যুবলীগ’র সিনিয়র সহ সভাপতি খালেদ হোসাইন কে জাউয়া বাজার থেকে গ্রেফতার করেছে থানা ও ডিবি পুলিশ। খালেদ হোসাইন জাউয়াবাজার ইউনিয়নের ক্ষিদ্রাকাপন গ্রামের সোনা মিয়ার পুত্র।মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জাউয়াবাজার থেকে সুনামগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে নিয়ে যায়। সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ নিয়ে গেছে বলে জানান, জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: কবির আহমদ।