যুক্তরাজ্যের ইউনির্ভাসিটি অফ চেষ্ঠার থেকে ডায়াবেটিকসের উপর বিশ্বনাথের মেয়ে ডাক্তার কুলছুমা বেগম মাষ্ঠার ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিশ্বনাথ পৌর এলাকার সুড়িরখাল গ্রামের আফরোজ মিয়া ও শেফালী খাতুন দম্প্রতির মেয়ে ও পৌর এলাকার পুরানগাঁও গ্রামের জুবেল আহমদের স্ত্রী।
বিশ্বনাথের মেধাবী মেয়ে কুলছুমা বেগম সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে তিনি যুক্তরাজ্যে যান। সেখানে তিনি সম্প্রতি ডায়াবেটিকসের উপর ডিগ্রি অর্জন করেন। ডাক্তার কুলছুমার ভাই মো. হোসাইন আহমদ জানান, আমার বোনের সাফল্যের পিছনে শিক্ষক,শিক্ষিকা, মা-বাবা, ভাই বোনের অবদান রয়েছে। তিনি নিয়মিত অধ্যাবসায় করে প্রতিটি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। বোনের সাফল্যে আমাদের গোঠা পরিবার গর্বিত। তিনি যেন সারাজীবন মানুষের সেবা করতে পারেন।
TAGGED:বিশ্বনাথ