ছাতক উপজেলা আইনজীবী এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এপিপি এডভোকেট মাসুক আহমদকে সভাপতি, সাবেক এপিপি এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ কে সাধারণ সম্পাদক এবং এডভোকেট আব্দুস ছালামকে সাংগঠনিক সম্পাদক করে ছাতক উপজেলা আইনজীবী এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। ছাতক উপজেলার সকল আইনজীবীদের মধ্যে ঐক্য এবং ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে জানিয়ে কমিটির সাধারন সম্পাদক এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ বলেন, আগামী একমাসের মধ্যে ছাতক উপজেলার সকল আইনজীবীদেরকে নিয়ে ছাতক উপজেলা আইনজীবী এসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হবে। এজন্যে তিনি ছাতক উপজেলার সকল আইনজীবী গনের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।