২০২৩-২৪ অর্থবছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ছাতকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৮ ননভেম্বর দুপুরে ছাতক উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্টী ১৮ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা সহায়তা ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
বিতরণ অনুষ্ঠানে নৃ-গোষ্ঠী প্রাথমিকের ১০ জন শিক্ষার্থীকে ২৫০০ টাকা করে, মাধ্যমিক পর্যায়ের ৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬০০০ টাকা করে এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া
২ জন শিক্ষার্থীকে ৯০০০ টাকা করে নগদ শিক্ষা সহায়তা প্রদান করা হয়।