১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছাতক শহর শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পিছু হটে ছাতক ছেড়ে বিশ্বনাথের লামাকাজী এলাকায় চলে যায়। এদিন ছাতক শহরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহরকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়।
মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা যায়, ৫ ডিসেম্বর মুক্তিবাহিনী সুরমা নদীর উত্তরপাড়ে নোয়ারাই ইউনিয়নের জয়নগর এলাকায় শক্তিশালী অবস্থান নেয়। পাকিস্তানি বাহিনী তখন ছাতক সিমেন্ট কারখানায় অবস্থান করছিল। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে ওই দিন রাতেই হানাদার বাহিনী সিমেন্ট কারখানা ছেড়ে নদী পেরিয়ে শহরে চলে যায়।
৬ ডিসেম্বর সকালে মুক্তিবাহিনীর হামলার মুখে হানাদার বাহিনী শহর ছেড়ে ঝাওয়ারভাঙ্গা এলাকায় গিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। তবে সেখানেও তারা ব্যর্থ হয় এবং পিছু হটে গোবিন্দগঞ্জে গিয়ে অন্য পলায়নরত বাহিনীর সঙ্গে যোগ দেয়।
ওইদিন বিকেলে মুক্তিবাহিনীর সহায়তায় ভারতীয় মিত্রবাহিনী সুরমা নদীর পাড়ে সিমেন্ট কারখানা এলাকায় অবস্থান নেয়। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর এই যৌথ অভিযানের মাধ্যমে ছাতক সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়।
প্রতিবছর ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ দিবসটি ছাতকের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত।