মিডিয়া সেল: সুনামগঞ্জ জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে জেলার নবাগত পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম-এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সুনামগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুলিশ সুপার শহরের ট্রাফিকসহ সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অফিসার ইনচার্জ (সুনামগঞ্জ সদর মডেল থানা) মো: আব্দুল আহাদসহ সুনামগঞ্জ জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।