এরিক টেন হ্যাগের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২২ সালে তিন বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন এই ডাচ কোচ। এবার সেই মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়েছে।
শনিবার এই খবরের পরে এরিক টেন হ্যাগ বলেছেন, ‘একত্রে কাজ চালিয়ে যাওয়ার জন্য ক্লাবের সঙ্গে চুক্তিতে পৌঁছে আমি খুবই আনন্দিত। গত দুই বছরের দিকে তাকালে দেখতে পাবেন, আমরা দুটি ট্রফিতে গর্বের সঙ্গে তুলতে পেরেছি। এছাড়া আমি যখন যোগদান করি তখন আমরা যেখানে ছিলাম সেখান থেকে অগ্রগতির অনেক উদাহরণ তৈরি হয়েছে।’