টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভারড়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিককে অবৈধভাবে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। আজ, ২০ অক্টোবর ২০২৪, দুপুর বেলা তাকে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে জেল হাজতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিককে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে আটক করে। তার গ্রেফতারের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এই গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল হতে পারে। তবে, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি।
আবু বকর সিদ্দিকের আইনজীবী গ্রেফতারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং শিগগিরই এই গ্রেফতারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।
গ্রেফতারের পরপরই স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
(বিজ্ঞপ্তি)