ছাতকে কৌশলে চুরির ঘটনায় দায়ের করা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় লোকজনের সহযোগিতায় ছাতক থানার পুলিশ এই গ্রেফতার সম্পন্ন করে।
২২ অক্টোবর সকাল ১১টার দিকে মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ চলাকালে এক দল মহিলা কৌশলে স্বর্ণের চেইন ও মোবাইল চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় তিরোরাই গ্রামের চিত্ত রঞ্জন সরকার (৬৫), মৃত উপেন্দ্র চন্দ্র সরকারের ছেলে, ছাতক থানায় মামলা (নং-১৭) দায়ের করেন।
মামলার তদন্তে নিয়োজিত পুলিশ কর্মকর্তা এসআই সঞ্জয় সরকার ও তার দল স্থানীয়দের সহায়তায় চুরির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতরা হলেন:
১. আমেনা (৩৫), স্বামী বেলায়েত, পিতা নুর মিয়া, গ্রাম পলাশ, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।
২. সুরমা (১৮), স্বামী রুয়েল, পিতা দুলাল মিয়া, গ্রাম ধরমন্ডল, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
৩. শান্তা (১৯), স্বামী সাগর, গ্রাম কালিকাপুর, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।
৪. ফাহিমা (২৮), স্বামী বাহার মিয়া, পিতা রেঙ্গু মিয়া।
৫. মোছাঃ মায়া (২৫), স্বামী আল আমিন, পিতা ইউসুব আলী।
৬. হামিদা আক্তার (২৫), স্বামী মাসুক মিয়া, পিতা মরছব আলী, সবাই গ্রাম ধরমন্ডল, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ গ্রেফতারকালে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। তদন্তে জানা যায়, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় চোরেরা অন্যান্য এলাকা থেকেও স্বর্ণের চেইন ও মোবাইল চুরি করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া হাসান জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।