জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অভিযানে ৭০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল এগারোটার দিকে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র আহবানে জৈন্তাপুর সীমান্তের আদর্শগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।
স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি বলেন, অভিযানে জব্দকৃত পাথর স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জিম্মায় রাখা হয়েছে।
TAGGED:জৈন্তাপুর