সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা শহরের চাঁদনী ঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
বালি পাথর মহালে ইজারা পদ্ধতি বাতিল ও সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছের মিয়া।
সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, প্রকাশ দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনডিএফ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রত্নাংঙ্কুর দাস জহর, কৃষক সংগ্রাম সমিতির সভাপতি নিরঞ্জন তালুকদার, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি সাদেক মিয়া, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুকেন্দু তালুকদার মিন্টু, ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছদরুল, স—শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মনির মিয়া, জেলা বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, স— মিল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগের সহ সভাপতি আইয়ুবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত বলেন, ন্যায্য দাবি কেউ না দিলে আদায় করে নিতে হয়। অধিকার চাইতে হয় শক্ত হাতে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জন্মলগ্ন থেকেই বলছে, মালিক শ্রমিক বন্ধুত্ব হয় না। ভোট দিয়ে ভাগ্যের পরিবর্তন হয় না। অতএব শ্রমিক কৃষকের পথ একটাই লড়াই, সংগ্রাম।