সিলেটের জৈন্তাপুর উপজেলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিপিএসসি, সিলেট এর অভিযানে ৩৯৪ বোতল বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম ইমন আহমেদ (২১)। সে উপজেলার মোকামবাড়ী আলুবাগান এলাকার আব্দুর রহমানের পুত্র।
র্যাব-৯ সিপিএসসি,সিলেট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ( ১৯ শে এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিএসসি,সিলেট এর একটি আভিযানিক দল জৈন্তাপুর উপজেলায় অভিযান পরিচালিত করে।
ওইদিন দুপুর ২:৩৫ ঘটিকায় জৈন্তা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ইমন আহমেদকে ৩৯৪ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে শনিবার সন্ধ্যায় র্যাবের পাহারায় আটক হওয়া আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সহ তাকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পুলিশ পাহারায় রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।