সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ কে ভারতীয় একটি মোবাইল নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
৩১ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতীয় মোবাইল নাম্বার (+৯১৭০৪৪৮০৪১৭৮) থেকে রাত ১:৩৭ মিনিটে ম্যাসেজ ও ফোন করে হুমকি দেওয়া হয়। এতে বলা হয় আওয়ামীলীগ হারাইয়া যায়নাই, আওয়ামীলীগ ১০ বছর পরে হইলেও ফিরবে, বিষয়টা মাতায় রাইখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকবেন ধরা হবে। সমন্বয়ক জামাত কেউ বাঁচাতে পারবে না মাইন্ড ইট।
এসময় ওসি ওই লোককে পরিচয় দিয়ে কথা বলার জন্য বলেন। কিন্তু সে ওসিকে বলে সময়মত সামনে এসেই পরিচয় দেব। এরপর ওসি ফোন কেটে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।