ছাতকে সেনাবাহিনী কর্তৃক চোরাচালান-সংক্রান্ত মালামাল আটক করায় স্থানীয় দুই সাংবাদিককে দায়ী করে প্রাণনাশের হুমকি দিয়েছে মোঃ শাহিন মিয়া নামের এক চোরাকারবারি। তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের টেংগারগাঁও গ্রামের আফতাব মিয়ার ছেলে। প্রাণনাশের হুমকি প্রদানের কারণে, দৈনিক যায়যায় দিনের ছাতক উপজেলা প্রতিনিধি ও পৌর শহরের দক্ষিণ বাগবাড়ি এলাকার আবুল বাশারের ছেলে সাজ্জাদ মাহমুদ মনির ছাতক থানায় লিখিত অভিযোগ করেছেন।
০১ আগস্ট ছাতক থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুলাই ছাতক ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা ভারত থেকে চোরাই পথে আমদানিকৃত ফুসকা রেডব্লু আটক করেন। পরে এগুলো ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার ১৩ দিন পর, ৩১ জুলাই রাতে, এই চোরাই মালামাল সেনাবাহিনীর মাধ্যমে আটক করানোর জন্য দৈনিক যায়যায় দিনের ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির ও এশিয়ান টিভির ছাতক উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান জুয়েলকে দায়ী করে মোবাইল ফোনে গালাগাল এবং এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দেয় ওই চোরাকারবারি শাহিন মিয়া।
এ বিষয়ে সাজ্জাদ মাহমুদ মনির নাম উল্লেখ করে ১ আগস্ট ছাতক থানায় লিখিত অভিযোগ করেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ছাতক ক্যাম্পেও মৌখিকভাবে হুমকির বিষয়টি অবহিত করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।