সীমান্ত সুরক্ষায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অব্যাহত অভিযান সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জকিগঞ্জ ব্যাটালিয়ন পরিচালিত একাধিক বিশেষ অভিযানে ভারতীয় মদ, গরু এবং মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর রাত ১০টা-এ জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ী এলাকায় জৈন্তাপুর বিওপি’র আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ৫২ বোতল এবং মাদক পরিবহণে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়। এই মালামালের সিজারমূল্য দাঁড়িয়েছে ৪,৭৮,০০০ টাকা।
পরবর্তীতে, একই দিনে রাত ১১টা-এ জৈন্তাপুর বিওপি’র টহল দল আরও একটি অভিযান পরিচালনা করে। এ সময়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ৩টি এবং ১টি অটো জব্দ করা হয়। জব্দকৃত গরু ও অটোর সিজারমূল্য ছিল ৩,০০,০০০ টাকা।
উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ৭,৭৮,০০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, বিজিবি সবসময় সীমান্ত সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস্-এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। দেশের নিরাপত্তা ও জনস্বার্থে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবির এ ধরনের অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তা বোধ বৃদ্ধি করেছে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সীমান্ত রক্ষায় সর্বদা তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ।